আপনি জানেন কি??
বাংলাদেশে নির্মিত হবে বিশ্বের প্রথম কলম ভাস্কর্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর
পূর্তি উপলক্ষে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চিরসবুজ গড়াঞ্চলের
আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় এর মাঠে ভাস্কর্যটি নির্মিত
হবে।
""কেন্দ্র থেকে নয় প্রান্ত থেকেই হোক শুরু"" এই স্লোগান এ ভাস্কর্যটি উদ্বোধন করা হবে ২০২১
সালেরস্বাধীনতা
দিবসে । এতে ব্যবহৃত হবে ৫০ টি প্রাথমিক বিদ্যালয় ৫০টি উচ্চ
বিদ্যালয় ৫০টি
কলেজ এবং ৫০ টি বিশ্ববিদ্যালয় এর মোট৫০
হাজার ছাত্রছাত্রীর
পরিত্যক্ত ৫০ লাখ কলম ।
ছাত্রছাত্রীদের কলম ছাড়াও ভাস্কর্যটিতে
ব্যবহৃত হবে দেশ বরেণ্য কবি,সাংবাদিক, লেখক গীতিকার
শিল্পীসহবাংলাদেশের
বরেণ্য ৫০ ব্যাক্তির কলম । এটির
উচ্চতা হবে ৫০ ফুট ।
মোট ৫০ মাস কলম সংগ্রহের
পর ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরুহবে।
ইতিমধ্যেই ২৫ মাস অতিক্রম
করেছে । নির্মানে
অংশ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন
বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫০ জনতরুণ
এবং ৫০
জন তরুণী । ভাস্কর্যটির
পাশেই নির্মিত হবে একটি কলম জাদুঘর ।
এখানে সংরক্ষিত থাকবে বিশ্বখ্যাত
লেখক, কবি সাংবাদিক, শিল্পীসাহিত্যিক, নোবেলজয়ী,
অস্কারজয়ীবিশ্বসেরাদের
ব্যবহৃত কলম ও তাদের হাতেরলেখা
।
একই ছাদের নিচে একত্রে বিশ্ববরেণ্যদের
ব্যবহৃত কলমের এই জাদুঘরটি হবে বিশ্বের
প্রথম
কলম জাদুঘর। পৃথিবীর যে কোনপ্রান্ত
থেকে যে কেউ নিয়ম অনুযায়ীবিশ্বসেরাদের
কলম কালেক্ট
করে আমাদেরজাদুঘরে
তার তথ্যসহ রাখতে পারবে।
আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় এর মাঠে ভাস্কর্যটি নির্মিত
হবে।
@all right reserve Md:Minhazur rahman,computer technology ,5th samester,chittagong polytechnic institute.