২০১২ সালে আউসনারা
উচ্চ বিদ্যালয়ের
৭ম শ্রেণির এক ছাত্রের
চোখ অন্ধ
হয় পরিত্যক্ত কলম ছুড়তে গিয়ে। ক্লাস
চলাকালীন এক শিক্ষার্থী কলমের কালি
শেষ হয়ে
যাওয়ার পর তা জানালা
দিয়ে ছুড়ে
ফেলতে গিয়ে কলমটি গ্রিলে লেগে
ফিরে আসে। দুর্ভাগ্যক্রমে কলমটির নিব
আলমগীর নামক এক ছাত্রের চোখে
ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে ছেলেটিকে হাসপাতালে নেয়া হলেও রেটিনায়
প্রচণ্ড আঘাত প্রাপ্তির কারনে পরবর্তীতে
চোখটি অন্ধ হয়ে যায়।
কলম ছুড়ার
এই ঘটনাকে
কেন্দ্র করেই পরিকল্পনা হয়
কলম ভাস্কর্যের
। কলমের প্রতি শ্রদ্ধা
জানাতেই ব্যতিক্রমী এই উদ্যোগ।
তারই ধারাবাহিতায়
২০১৩ সালের শেষ দিকে
"ভাস্কর্য ২০২১" নাম দিয়ে কয়েকজন তরুণ
মিলে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু
হয় কলম
সংগ্রহ অভিযান। ইতিমধ্যেই
কলম সংগ্রহ
অভিযান সফলকাম হয়েছে।
প্রায় ১৬টি
জেলায় চলছে কলম সংগ্রহ অভিযান। এই বছরের স্বাধীনতা দিবসে আমাদের
কলম জাদুঘরটি উদ্বোধন করা হবে।
@all right reserve Md:Minhazur rahman,computer technology ,5th samester,chittagong polytechnic institute.